জয়পুর–বিকানের জাতীয় সড়কে দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
14 Jan 2026
- সাক্ষাৎ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং দলীয় নেতাদের সঙ্গে গুয়াহাটি, ১৪ জানুয়ারি (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ত্রিপুরা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ওইদিন তিনি গোমতী জেলার অন্তর্গত উদয়..
আগরতলা, ১৪ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার পশ্চিম জেলার অধীন আমতলি থানার অন্তর্গত হাঁপানিয়ার কার্তিক চৌমুহনি এলাকার সবুজপল্লিতে জনৈক গৃহস্থের বাড়িতে হানা দিয়ে পুলিশ সাত রাউন্ড সক্ৰিয় কার্তুজ, গুলিতে ব্যবহৃত পাউডার সহ পিস্তল তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম ..
পাথারকান্দি (অসম), ১৪ জানুয়ারি (হি.স.) : হাজার হাজার ভক্তকুলের অংশগ্রহণে শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দির হরিবাসরে অবস্থিত জগন্নাথ মন্দিরে সম্পন্ন হয়েছে পৌষ মেলার রথ যাত্রা উৎসব। মকর সংক্রান্তি উপলক্ষ্যে বহুকাল থেকে পৌষ মেলার রথ যাত্রা উৎসব হচ্ছ..
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতির অভিযোগে তুলকালাম। এক বৃদ্ধা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। মৃতার নাম জৈবুন নিসা (৬৫), তিনি উত্তর কলকাতার বেলগাছ..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha