
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স. ) : আইপ্যাক নিয়ে তৃণমূলের করা মামলাটির নিষ্পত্তি করে দেয় হাই কোর্ট। তৃণমূলের দাবি ছিল, ইডি তাদের দলের গুরুত্বপূর্ণ, সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করেছে। কিন্তু বুধবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় সংস্থা কোনও নথি বাজেয়াপ্তই করেনি। তাই তৃণমূলের মামলাটির নিষ্পত্তি করা হয়।
তৃণমূলের আইনজীবী পাল্টা বলেন, ইডি কোনও কিছু বাজেয়াপ্ত করেনি, এই অংশটি রেকর্ড করা দরকার। গত ছ’বছর ধরে ইডি কিছু করেনি। ভোটের কয়েক মাস আগে তারা এই ধরনের অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রীর নামে কিছু বলার সময় শিষ্টাচার মেনে চলা উচিত, দাবি তৃণমূলের আইনজীবীর। তাঁর কথায়, ‘‘একজন মুখ্যমন্ত্রীর নামে বলছেন। তিনি কয়েক বারের মুখ্যমন্ত্রী। তাঁর নামে আদালতে বলার আগে কিছু শিষ্টাচার মেনে চলা উচিত।’’
ইডির আইনজীবী দাবি করেন, আইপ্যাক নিয়ে তৃণমূলের করা মামলার কোনও গ্রহণযোগ্যতাই নেই। মামলায় বলা হয়েছে, ইডি তথ্য বাজেয়াপ্ত করেছে। একে ‘মিথ্যা অভিযোগ’ বলে দাবি করেছে ইডি। তাদের আইনজীবীর দাবি, কেন্দ্রীয় সংস্থা কিছু বাজেয়াপ্ত করেনি। নথি বাজেয়াপ্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূলের উচিত তাঁর বিরুদ্ধে মামলা করা। যদি তৃণমূল এমন আবেদন জানায়, তবে ইডি তাদের সমর্থন করবে, দাবি তাদের আইনজীবীর।
এদিকে, আইপ্যাক নিয়ে ইডি যে মামলাটি করেছে, আপাতত তার শুনানি মুলতুবি করে কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয় বুধবার। যে হেতু আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে, সেখানে কী হয়, তা দেখার পর আবার হাই কোর্ট ইডির মামলা শুনবে। তত দিন কেন্দ্রীয় সংস্থার করা মামলা মুলতুবি থাকবে বলে জানান বিচারপতি ঘোষ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত