
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তির পুণ্যতিথি উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মকর সংক্রান্তির উৎসবের আমেজে সামিল হয়েছেন দেশের প্রায় সমস্ত প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরা।
বুধবার সকালে সামাজিক মাধ্যমের 'এক্স'-এ পোস্টের মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, শক্তি, উদ্দীপনা এবং উৎসাহের উৎসব মকর সংক্রান্তি উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। এই উৎসব সবার জীবনে অসীম সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি শুভেচ্ছা জানিয়ে বলেন, মকর সংক্রান্তির এই পবিত্র লগ্ন সকলের জীবনে সুস্বাস্থ্য এবং সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক।
মকর সংক্রান্তির পাশাপাশি উত্তরায়ন, মাঘ বিহু এবং পোঙ্গল উৎসবের কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন, এই উৎসবগুলো নবচেতনা, শুভ আরম্ভ এবং প্রকৃতির শাশ্বত ছন্দের প্রতীক। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতিফলন দেখা যায় এই দিনটিতে।
এছাড়াও দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি ।
হিন্দুস্থান সমাচার / সোনালি