ট্রাকের ধাক্কায় উল্টে গেল যাত্রিবাহী বাস, আহত ১২ জনের বেশি
দুমকা, ১৪ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের দুমকা জেলায় বুধবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। দুমকা–রামপুরহাট প্রধান সড়কের ওপর মুফস্বল থানার অন্তর্গত রামপুর গ্রামের মোড়ের কাছে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে একটি ট
ট্রাকের ধাক্কায় উল্টে গেল যাত্রিবাহী বাস, আহত ১২ জনের বেশি


দুমকা, ১৪ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের দুমকা জেলায় বুধবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। দুমকা–রামপুরহাট প্রধান সড়কের ওপর মুফস্বল থানার অন্তর্গত রামপুর গ্রামের মোড়ের কাছে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ক্ষেতে উল্টে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের রামপুরহাট থেকে দুমকার দিকে যাচ্ছিল ‘কৃষ্ণ রজত’ নামে ওই বাসটি। দুমকা বাসস্ট্যান্ডে পৌঁছনোর প্রায় ৮ কিলোমিটার আগে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা মারে। বাসে প্রচুর যাত্রী ছিলেন, যাদের মধ্যে শিশুদেরও অন্তর্ভুক্ত রয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও চিকিৎসার ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande