
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স. ):
কসবা আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে চার্জগঠন করল পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে।
বুধবার আলিপুর আদালতে চার্জগঠনের সময় আদালতে ছিলেন নিরাপত্তারক্ষী পিনাকির আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য ও বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, আটকে রেখে প্রাণে মেরে রাখার হুমকি, মোবাইল ফোনে ব্ল্যাকমেল করার জন্য রেকর্ডিং-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় সাক্ষী মোট ৮৩ জন। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ।
গত বছরের ২৫ জুন, কসবার আইন কলেজের মধ্যেই গণধর্ষণের অভিযোগ তোলেন এক ছাত্রী। কলেজের ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র ও তার সাগরেদদের বিরুদ্ধ অভিযোগ তোলা হয়। ওই দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত