রাইসেনে চলন্ত যাত্রিবাহী বাসে আগুন, সবাই নিরাপদে উদ্ধার
রাইসেন, ১৪ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের রাইসেন জেলার বামহোরি ধাবার কাছে মঙ্গলবার রাত প্রায় ১.৩০টার দিকে চলন্ত একটি যাত্রিবাহী বাসে আগুন লেগে যায়। বাসের টায়ার ফেটে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ার কারণে আগুন দ্রুত পুরো বাসটিকে ঢেকে ফেলে। বুধবার
রায়সেনে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, সবাই নিরাপদে উদ্ধার


রাইসেন, ১৪ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের রাইসেন জেলার বামহোরি ধাবার কাছে মঙ্গলবার রাত প্রায় ১.৩০টার দিকে চলন্ত একটি যাত্রিবাহী বাসে আগুন লেগে যায়। বাসের টায়ার ফেটে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ার কারণে আগুন দ্রুত পুরো বাসটিকে ঢেকে ফেলে।

বুধবার প্রশাসন সূত্রে জানা গেছে, বাসটি ইন্দোর থেকে রেওয়া যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে থাকা সকল যাত্রীকে তৎক্ষণাৎ বাসের কর্মী ও ধাবার কর্মীদের সাহায্যে নিরাপদে বের করা হয়। কয়েক মিনিটের মধ্যেই বাস সম্পূর্ণরূপে পুড়ে যায়।

ঘটনার সময় কোনও প্রাণহানি ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande