পিঠে-পর্বে জঙ্গলমহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জনসংযোগে মকর পরব পালন
ঝাড়্গ্রাম, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তি উপলক্ষে জঙ্গলমহলের ঝাড়্গ্রাম জেলায় পিঠে-পর্বে অংশ নিতে বুধবার কালাঝড়িয়া গ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পঞ্চায়েত সদস্যা লাবনি ভক্তার বাড়িতে তাঁর জন্য মধ্যাহ্নভোজন ও পিঠে-পায়েসের বিশে
পিঠে-পর্বে জঙ্গলমহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জনসংযোগে মকর পরব পালন


ঝাড়্গ্রাম, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তি উপলক্ষে জঙ্গলমহলের ঝাড়্গ্রাম জেলায় পিঠে-পর্বে অংশ নিতে বুধবার কালাঝড়িয়া গ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পঞ্চায়েত সদস্যা লাবনি ভক্তার বাড়িতে তাঁর জন্য মধ্যাহ্নভোজন ও পিঠে-পায়েসের বিশেষ আয়োজন করা হয়।

ভোজের তালিকায় ছিল খাপরা পিঠে, পুর পিঠে, দুধপুলি, মাংস পিঠে, মাছের ঝোল, মুগডাল, ছয় রকমের ভাজা, বিভিন্ন সবজি ও আলু পোস্ত। মধ্যাহ্নভোজনের পর শুভেন্দু অধিকারী জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জামবনি ব্লকের টুলিবর গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে একসঙ্গে মকর পরব পালন করেন।

গ্রামবাসীদের তৈরি নানা ধরনের পিঠে সবার সঙ্গে বসে খান বিরোধী দলনেতা। শুধু তাই নয়, নিজের পাতের পিঠে আশপাশের মানুষদের হাতে তুলে দেন তিনি। তাঁর উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে আতপচাল, গুড়সহ পিঠে তৈরির উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি কম্বল ও মশারি দেওয়া হয় গ্রামবাসীদের হাতে।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইডি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “ইডি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। মুখ্যমন্ত্রী ও পুলিশ—কেউই রেহাই পাবেন না।”

সেবাশ্রয় প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রকল্পের মূল চালিকাশক্তি ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে মানুষ হারিয়েছেন। তাই সেবাশ্রয় কোনও প্রভাব ফেলতে পারবে না।”

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জঙ্গলমহলে এই সফরকে জনজাতি অধ্যুষিত এলাকায় জনসংযোগ হিসেবে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, সারা বছর তেমন দেখা না মিললেও ভোটের আগে বিজেপি নেতাদের আনাগোনা বেড়েছে—পরিযায়ী পাখির মতোই তাঁদের আগমন বলে মন্তব্য করছেন অনেকেই।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande