আগরতলা বইমেলায় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি, রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান
আগরতলা, ১৪ জানুয়ারি (হি.স.) : ৪৪তম আগরতলা বইমেলার মঞ্চে বুধবার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের বিভিন্ন স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। সাহিত্য, লোকসংস্কৃতি, নৃত্য, সংগীত, চিত্রকলা, নাটকসহ নানা ক্ষেত্রে কৃতি
বইমেলায় পুরস্কার বিতরণ


আগরতলা, ১৪ জানুয়ারি (হি.স.) : ৪৪তম আগরতলা বইমেলার মঞ্চে বুধবার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের বিভিন্ন স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। সাহিত্য, লোকসংস্কৃতি, নৃত্য, সংগীত, চিত্রকলা, নাটকসহ নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

এবছর লোকসংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য লালন পুরস্কারে সম্মানিত হন পশ্চিম জেলার বীরেন্দ্র নগরের কল্যাণ ঠাকুর পাড়ার বাসিন্দা সত্যরঞ্জন দেববর্মা। বাংলা অথবা ককবরক ভাষায় ছোটগল্প রচনায় উল্লেখযোগ্য অবদানের জন্য ভীষ্মদেব স্মৃতি পুরস্কার পান আগরতলার ধলেশ্বর নিবাসী নরেন্দ্র দেববর্মা। বাংলা ও ককবরক সাহিত্যে বিশেষ অবদানের জন্য সলিলকৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় আগরতলার বড়দোয়ালি এলাকার বাসিন্দা ডঃ নারায়ণ ভট্টাচার্যকে।

বাংলাভাষায় সেরা প্রকাশনার জন্য রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার লাভ করে বাংলা একাডেমি আগরতলা প্রকাশন। তাদের প্রকাশিত গ্রন্থ ‘দ্রুপদী ভাষার আত্ম অনুসন্ধান: বঙ্গ বাঙালি ও বাংলাভাষা’—এর লেখক ডঃ রবীন্দ্র কুমার দত্ত। ককবরক ভাষায় সেরা প্রকাশনার জন্য দৌলত আহমেদ স্মৃতি পুরস্কার পায় সংহতি পুস্তকালয়। প্রকাশিত বই ‘কথমাথুন’, লেখক রবীন্দ্র কিশোর দেববর্মা। এবছর সেরা লিটল ম্যাগাজিনের পুরস্কার লাভ করে খোয়াই জেলার ‘ধাত্রীমুখ’ ম্যাগাজিন।

নৃত্যে বিশেষ অবদানের জন্য সত্যরাম রিয়াং স্মৃতি পুরস্কারে সম্মানিত হন আগরতলার ডঃ অর্পিতা রায়। সংগীতে বিশেষ অবদানের জন্য অশ্বিনী বিশ্বাস স্মৃতি পুরস্কার প্রদান করা হয় আগরতলার ডঃ অলক আচার্যকে। চিত্রকলা ও ভাস্কর্যে বিশেষ অবদানের জন্য সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার পান বিলোনিয়ার কৃষ্ণ দেবনাথ। নাটকে বিশেষ অবদানের জন্য অজিত মজুমদার স্মৃতি পুরস্কারে সম্মানিত হন আগরতলা ক্যাম্পেরবাজার এলাকার পিন্টু দাস। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুরস্কারপ্রাপকদের হাতে শাল, মানপত্র ও অর্থরাশির চেক তুলে দেন।

এদিকে ৪৪তম আগরতলা বইমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মধ্যে শ্রেষ্ঠ স্টল হিসেবে প্রথম স্থান অর্জন করে পারুল লাইব্রেরি, দ্বিতীয় স্থান লাভ করে পারুল প্রকাশনী এবং তৃতীয় স্থান অধিকার করে পি পি পাবলিকেশন।

এছাড়াও এবছর বইমেলায় চিত্র সাংবাদিকদের জন্য ছবি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রোহন চক্রবর্তী, দ্বিতীয় হন পার্থজিৎ দত্ত এবং তৃতীয় স্থান লাভ করেন রাজেশ রায়। অনুষ্ঠানের শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande