ভারত-নেপাল সীমান্তে জোড়া নাগরিকত্বের অভিযোগে গ্রেফতার নেপালি নাগরিক
শিলিগুড়ি, ১৪ জানুয়ারি (হি. স.) : ভারত-নেপাল সীমান্তে নজরদারি চালানোর সময় এক নেপালি নাগরিককে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল । ধৃত ব্যক্তির কাছ থেকে নেপালের পরিচয়পত্রের পাশাপাশি ভারতের ভোটার কার্ডও উদ্ধার হয়েছে। এই দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাকে আটক ক
ভারত-নেপাল সীমান্তে জোড়া নাগরিকত্বের অভিযোগে গ্রেফতার নেপালি নাগরিক


শিলিগুড়ি, ১৪ জানুয়ারি (হি. স.) : ভারত-নেপাল সীমান্তে নজরদারি চালানোর সময় এক নেপালি নাগরিককে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল । ধৃত ব্যক্তির কাছ থেকে নেপালের পরিচয়পত্রের পাশাপাশি ভারতের ভোটার কার্ডও উদ্ধার হয়েছে। এই দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসএসবি সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম উত্তম কুমার শ্রেষ্ঠা। বুধবার তিনি সিকিম থেকে পানিটঙ্কি হয়ে ভারত-নেপাল সীমান্ত পেরিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা তাঁর গতিবিধি দেখে সন্দেহ প্রকাশ করেন এবং তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তির কাছ থেকে নেপালের বৈধ নাগরিক হিসেবে একটি পরিচয়পত্র এবং ভারতের একটি ভোটার কার্ডও পাওয়া যায়।

ভারতের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ। এই অভিযোগেই এসএসবি তাঁকে হেফাজতে নেয় এবং বুধবার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়।

খড়িবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তিনি কেন এবং কীভাবে ভারতের ভোটার কার্ড সংগ্রহ করেছিলেন এবং এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande