বালুরঘাটে বেতন না পেয়ে সাফাই কর্মীদের কর্মবিরতি, আবর্জনার স্তূপে ঢাকা পড়ছে শহর
বালুরঘাট, ১৪ জানুয়ারি (হি. স.) : বেতন না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার সাফাই কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকে পুরসভার সামনে কাজ বন্ধ রেখে জোরদার আন্দোলনে নামলেন তাঁরা। মকর সংক্রান্তির উৎসবের আবহে সাফাই কর্ম
বালুরঘাটে বেতন না পেয়ে সাফাই কর্মীদের কর্মবিরতি, আবর্জনার স্তূপে ঢাকা পড়ছে শহর


বালুরঘাট, ১৪ জানুয়ারি (হি. স.) : বেতন না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার সাফাই কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকে পুরসভার সামনে কাজ বন্ধ রেখে জোরদার আন্দোলনে নামলেন তাঁরা। মকর সংক্রান্তির উৎসবের আবহে সাফাই কর্মীদের এই কর্মবিরতির জেরে শহরজুড়ে আবর্জনার স্তূপ জমতে শুরু করেছে, যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ নাগরিকদের।

পুরসভা সূত্রে খবর, বালুরঘাট পুরসভা বর্তমানে কার্যত অভিভাবকহীন। গত ১৯ ডিসেম্বর তৎকালীন চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে ১৪ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। এরপর ১০ জানুয়ারি থেকে চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে পড়ে। অন্যদিকে, গত তিন বছর ধরে ভাইস চেয়ারম্যানের পদও খালি রয়েছে। এই চরম প্রশাসনিক জটিলতার কারণেই থমকে গিয়েছে সাফাই কর্মীদের সাম্মানিক এবং বেতনের ফাইল।

আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, প্রতি মাসেই তাঁদের বেতন পেতে দেরি হয়। কিন্তু এবারের পরিস্থিতি অসহনীয়। মকর সংক্রান্তির দিনে যখন ঘরে ঘরে উৎসবের আমেজ, তখন বেতন না পাওয়ায় উনুন জ্বলা নিয়ে সংশয় দেখা দিয়েছে কর্মীদের ঘরে। জনৈক ক্ষুব্ধ সাফাই কর্মী বলেন, পিঠে-পুলি তো দূরের কথা, হাতে টাকা না থাকায় পরিবারের জন্য দু'বেলা দু'মুঠো অন্ন সংস্থান করাই দায় হয়ে দাঁড়িয়েছে।

সাফাই কর্মীরা কাজ বন্ধ রাখায় বুধবার সকাল থেকেই বালুরঘাটের বিভিন্ন মোড়ে এবং জনবহুল এলাকায় জঞ্জাল জমতে দেখা গেছে। এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে শহর যে ডাস্টবিনে পরিণত হবে, সেই আশঙ্কা করছেন শহরবাসী।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande