
বীরভূম, ১৪ জানুয়ারি (হি.স.): স্কুলের লোহার স্লাইডিং গেট খুলে গিয়ে আহত ৩ স্কুল পড়ুয়া। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলা স্কুলে। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, এ দিন সকালবেলায় স্কুল ছুটির সময় স্কুলের মেন গেটের সামনে দাঁড়িয়ে ছিল ৩ জন ছাত্র। তখনই গেট বন্ধ করার সময় স্কুলের লোহার গেটটি খুলে পড়ে যায়। উপস্থিত অভিভাবকরা তড়িঘড়ি গেটটিকে তুলে ছাত্রদের সেখান থেকে উদ্ধার করেন। পরে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ