প্রয়াত বিশিষ্ট শিল্পী অর্ঘ্য সেন
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স. ) : প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। রবীন্দ্রসঙ্গীতের অধ্যায়ে এক অন্যতম নাম তিনি। তাঁর কণ্ঠের মাধুর্যে মোহিত প্রজন্মের পর প্রজন্ম। বুধবার সকাল ৭ টা নাগাদ তার জীবনাবসান হয়। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া
প্রয়াত বিশিষ্ট শিল্পী অর্ঘ্য সেন


কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স. ) : প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। রবীন্দ্রসঙ্গীতের অধ্যায়ে এক অন্যতম নাম তিনি। তাঁর কণ্ঠের মাধুর্যে মোহিত প্রজন্মের পর প্রজন্ম। বুধবার সকাল ৭ টা নাগাদ তার জীবনাবসান হয়। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীতমহলে।

রবীন্দ্রসঙ্গীত মানেই কেবল সুর নয়, ভাবের সাধনা। সেই সাধনার পথেই আজীবন হেঁটেছেন অর্ঘ্য সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ১৪ জানুয়ারি, বুধবার সকালে সব শেষ। না ফেরার দেশে অর্ঘ্য সেন। তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথের গান যেন শুধু শোনা নয়, অনুভব করা যায়। প্রজন্মের পর প্রজন্ম তাঁর গানে খুঁজে পেয়েছে আশ্রয়, শান্তি আর আত্মিক স্পর্শ। রবীন্দ্রসঙ্গীতের ইতিহাসে তাই অর্ঘ্য সেন শুধুই একজন শিল্পী নন, তিনি এক অনুভূতির নাম।

অর্ঘ্য সেনের গানে রবীন্দ্রনাথ যেন আরও অন্তরঙ্গ হয়ে উঠতেন। ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ বা ‘আমার মাথা নত করে দাও’—এই গানগুলো আজও শ্রোতার হৃদয়ে নিঃশব্দে ঢেউ তোলে।

সঙ্গীতশিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, 'বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেনের প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।'

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande