
চেন্নাই, ১৪ জানুয়ারি (হি.স.) : ভোগি উৎসবের প্রাক্কালে চেন্নাইয়ের একাধিক এলাকায় বায়ুদূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়েছে। তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বায়ু গুণমান সূচক (একিউআই) মাঝারি থেকে খারাপ স্তরে পৌঁছেছে।
পর্ষদের তথ্য অনুযায়ী, কুম্মিডিপুন্ডিতে সর্বোচ্চ একিউআই ১৯৬ রেকর্ড করা হয়েছে। এছাড়াও মনালি ১৪৪, কোডুঙ্গাইয়ূর ১২৩, আরুমবাক্কম ১১৭, এনোরের গান্ধীনগর এলাকায় ১১৪ এবং পেরুঙ্গুডিতে ১০৩ একিউআই নথিভুক্ত হয়েছে। উল্লেখ্য, ০ থেকে ৫০ একিউআই ‘ভাল’ হিসেবে বিবেচিত হয়।
ভোগি উৎসব উপলক্ষে পুরোনো ও অপ্রয়োজনীয় সামগ্রী পোড়ানোর রীতির জেরে ধোঁয়া ও কুয়াশার মিশ্রণে দৃশ্যমানতা কমে যায়। এর ফলে যান চলাচলে সমস্যা দেখা দেয় এবং চেন্নাই বিমানবন্দরে অন্তত আটটি বিমান বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্লাস্টিক, টায়ার, টিউব-সহ ক্ষতিকর বস্তু না পোড়ানোর আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ পরিবেশবান্ধব উপায়ে ভোগি উৎসব পালনের উপর জোর দিয়েছে।
উল্লেখ্য, ভোগি উৎসব পংগল উৎসবের প্রথম দিন। তামিল ক্যালেন্ডারের মার্গাঝি মাসের শেষ দিনে এই উৎসব পালিত হয়, যার মূল ভাবনা পুরোনো ত্যাগ করে নতুন জীবনের সূচনা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য