
দুর্গাপুর, ১৪ জানুয়ারি (হি.স.): দুর্গাপুরে বাথরুম থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। প্রেমঘটিত মনোমালিন্যের জেরে মানসিক অবসাদ থেকেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সকালে দুর্গাপুরের এ-জোনের নর্থ এভিনিউ এলাকায় একটি বাড়ির বাথরুম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম শ্রেয় শর্মা (২৫)। ভোরে পরিবারের সদস্যরা তাঁকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
পরিবারের দাবি, কোক-ওভেন থানার অন্তর্গত দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার এক যুবতীর সঙ্গে শ্রেয়র গত সাত-আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ের প্রস্তাব দেওয়া হলে ওই যুবতীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এর পর থেকেই শ্রেয় মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের অভিযোগ।
মৃতের দিদি পূজা শর্মা জানান, “কয়েকদিন ধরে ফোনে কথা বলার সময় ভাইয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করছিলাম। সম্পর্ক নিয়ে ও খুব মানসিক চাপে ছিল।” পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা