বাগপতে ট্রাকের ধাক্কায় উল্টে গেল স্কুলবাস, আহত আট পড়ুয়া
বাগপত, ১৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বাগপত জেলায় বুধবার সকালে একটি স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষে আটজন পড়ুয়া আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, বারাউত এলাকার শ
বাগপতে ট্রাকের ধাক্কায় উল্টে গেল স্কুলবাস, আহত আট পড়ুয়া


বাগপত, ১৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বাগপত জেলায় বুধবার সকালে একটি স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষে আটজন পড়ুয়া আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বারাউত এলাকার শ্রী রাম ইন্টার কলেজের একটি স্কুলবাস বাগপত থেকে পড়ুয়াদের নিয়ে বারাউতের দিকে যাচ্ছিল। বাগপত-দিল্লি সড়কের সারুরপুর গ্রামের কাছে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় বাসটি ডিভাইডারে উঠে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। আহত পড়ুয়াদের বাস থেকে বের করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় বাসচালকও আহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালককে আটক করেছে এবং ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। বাগপত সিএইচসি-র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, আটজন পড়ুয়া আহত হয়েছে। তাদের মধ্যে একজন পড়ুয়াকে গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande