চাইনিজ মাঞ্জার বলি তরুণ চিকিৎসক, জৌনপুরে শোকের ছায়া
জৌনপুর, ১৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের জৌনপুর জেলায় চাইনিজ মাঞ্জার ফাঁসে পড়ে এক তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে লাইন বাজার থানার অন্তর্গত পাছতিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত চিকিৎসকের নাম ডাঃ সমীর হাশমি(২৫)। তিনি কেরাকা
চাইনিজ মাঞ্জার বলি তরুণ চিকিৎসক, জৌনপুরে শোকের ছায়া


জৌনপুর, ১৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের জৌনপুর জেলায় চাইনিজ মাঞ্জার ফাঁসে পড়ে এক তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে লাইন বাজার থানার অন্তর্গত পাছতিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত চিকিৎসকের নাম ডাঃ সমীর হাশমি(২৫)। তিনি কেরাকাত তহসিল এলাকার শেখজাদা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাঃ সমীর হাশমি ব্যক্তিগত কাজে জৌনপুর শহরে এসেছিলেন। কাজ শেষ করে তিনি মোটরবাইকে করে হেলমেট পরেই বাড়ি ফিরছিলেন। পাছতিয়ার এলাকার প্রসাদ তিরহায় সংলগ্ন স্থানে পৌঁছনোর সময় আচমকাই চাইনিজ মাঞ্জা তাঁর গলায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই ধারালো মাঞ্জায় তাঁর গলা গুরুতরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। তিনি রাস্তার উপর লুটিয়ে পড়েন ও অচেতন হয়ে যান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চাইনিজ মাঞ্জার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করা হবে। তিনি সাধারণ মানুষের কাছেও এই বিপজ্জনক মাঞ্জার ব্যবহার বন্ধে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande