গণ্ডাছড়ায় মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, প্রশাসনিক উদাসীনতায় জনস্বাস্থ্য সংকটের আশঙ্কা
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৪ জানুয়ারি (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যদ্রব্য প্রকাশ্যে বিক্রি হওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাজারগুলিতে চিপস, চানাচুর, পাপড়, দুধসহ নিত্যপ্রয়োজন
ত্রিপুরা সরকার


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৪ জানুয়ারি (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যদ্রব্য প্রকাশ্যে বিক্রি হওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাজারগুলিতে চিপস, চানাচুর, পাপড়, দুধসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্য মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অনায়াসে দোকানের তাকজুড়ে বিক্রি হতে দেখা যাচ্ছে।

বিশেষ করে গণ্ডাছড়ার প্রধান বাজারের একাধিক পাইকারি দোকানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সেখানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পাইকারি দরে কেনাবেচা করা হচ্ছে এবং সেখান থেকেই খুচরো দোকানগুলিতে তা সরবরাহ করা হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী মহকুমার খাদ্য দফতরকে নিয়মিত বাজার পরিদর্শন ও অভিযান চালানোর কথা থাকলেও স্থানীয়দের দাবি, ছয় মাস বা এমনকি এক বছরেও একবার এই ধরনের অভিযান চোখে পড়ে না।

প্রশাসনের এই উদাসীনতার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সচেতন ও শিক্ষিত ক্রেতারা অনেক সময় মেয়াদোত্তীর্ণ পণ্য শনাক্ত করতে পারলে দোকানদাররা ক্ষমা চেয়ে পণ্য বদলে দিলেও কম সচেতন বা নিরক্ষর ক্রেতারা বিষয়টি বুঝতে না পেরে অনিরাপদ খাদ্য কিনতে বাধ্য হচ্ছেন।

এর ভয়াবহ প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের ও পাহাড়ি এলাকার বহু মানুষ, বিশেষ করে শিশুরা, এসব মেয়াদোত্তীর্ণ খাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অভিভাবক ও সমাজের সচেতন মহল।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের দাবি—নিয়মিত বাজার পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচার অভিযান চালানো হোক।

জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নেওয়া হলে গণ্ডাছড়া মহকুমায় পরিস্থিতি একটি গুরুতর জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande