মকর সংক্রান্তির পুণ্যতিথিতে শিলাবতী ও কংসাবতীতে পুণ্যার্থীদের ঢল
​মেদিনীপুর, ১৪ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তির এই বিশেষ তিথিতে পুণ্য অর্জনের আশায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদ-নদীর ঘাটে ঘাটে উপচে পড়ল মানুষের ভিড়। কনকনে শীতকে উপেক্ষা করেই বুধবার ভোর থেকে শিলাবতী ও কংসাবতীতে পুণ্যস্নানে মাতলেন কয়েক হাজার মানু
মকর সংক্রান্তির পুণ্যতিথিতে শিলাবতী ও কংসাবতীতে পুণ্যার্থীদের ঢল


​মেদিনীপুর, ১৪ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তির এই বিশেষ তিথিতে পুণ্য অর্জনের আশায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদ-নদীর ঘাটে ঘাটে উপচে পড়ল মানুষের ভিড়। কনকনে শীতকে উপেক্ষা করেই বুধবার ভোর থেকে শিলাবতী ও কংসাবতীতে পুণ্যস্নানে মাতলেন কয়েক হাজার মানুষ।

​মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় শিলাবতী নদীর ঘাটে ভোর থেকেই মানুষের ঢল নামে। একই ছবি দেখা গেছে মেদিনীপুর শহরের কংসাবতী নদীর গান্ধী ঘাটেও। ​শিলাবতীর তীরে বসা মেলায় বাঁশের ঝাড়ু, বেতের কুলো এবং লোহার ঘরোয়া সামগ্রীর ব্যাপক কেনাবেচা হয়। মেদিনীপুরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকাতেও বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা নদীতে ডুব দিয়ে দিনটি শুরু করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande