
শিলিগুড়ি, ১৬ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় স্কুল ছুটির পর ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনায় এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মায়া ঘোষ গুলমার বাসিন্দা এবং অভিজিৎ সূত্রধর চম্পাসারির বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধাননগর থানার অন্তর্গত শ্রী গুরু বিদ্যা মন্দির স্কুলের সামনে ঘটনাটি ঘটে। স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী গেটের সামনে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় একটি স্কুটি নিয়ে মায়া ও অভিজিৎ সেখানে পৌঁছায়। প্রথমে তারা মেয়েটির সঙ্গে কথা বলে ভাব জমানোর চেষ্টা করে এবং পরে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে জোর করে স্কুটিতে বসানোর চেষ্টা করে।
অপহরণকারীদের মতলব বুঝতে পেরে ওই নাবালিকা চিৎকার শুরু করে এবং স্কুটি থেকে নেমে যায়। তার আর্তনাদ শুনে সংলগ্ন এলাকার দোকানদার এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা অভিযুক্তদের আটকে রেখে প্রধাননগর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ছাত্রীটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। এরপর অভিযুক্ত মহিলা ও যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতেই নাবালিকার মা প্রধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মায়া ঘোষ ও অভিজিৎ সূত্রধরকে গ্রেফতার করেছে।
ধৃতদের সঙ্গে কোনও আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি