বাংলাদেশে হিন্দু শিক্ষকের বাড়ি পোড়ানোর ভিডিও শেয়ার করে মুর্শিদাবাদের পরিস্থিতির সঙ্গে তুলনা বিজেপির
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : প্রতিবেশী দেশ বাংলাদেশের সিলেটে এক হিন্দু শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানাল বিজেপি। শুক্রবার বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ''এক্স''-এ একটি ভিডিও শেয়ার করে
তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য


কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : প্রতিবেশী দেশ বাংলাদেশের সিলেটে এক হিন্দু শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানাল বিজেপি। শুক্রবার বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ একটি ভিডিও শেয়ার করে এই ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের বিগত হিংসার তুলনা করেছেন।

অমিত মালব্যের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাটে বীরেন্দ্র কুমার দে (ঝুনু স্যার) নামে এক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মালব্যের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি হিন্দু হওয়ার কারণেই তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত নিগ্রহের অংশ।

অমিত মালব্য তাঁর পোস্টে উল্লেখ করেন যে, গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে যেভাবে হিন্দু বাড়িগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, বাংলাদেশের এই ঘটনা ঠিক তারই প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, সিলেটের এই হামলা কোনও আকস্মিক হিংসা নয়, এটি একটি সুপরিকল্পিত আক্রমণ। পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের সতর্ক করে তিনি বলেন, সময় থাকতে বিপদ না বুঝলে তারাও মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দাঙ্গার সময় হরগোবিন্দ দাস বা চন্দন দাসের মতো পরিণতির শিকার হতে পারে।

বিজেপি নেতৃত্বের দাবি, বাংলাদেশে গত কয়েক মাস ধরে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। গত মাসে পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনা উল্লেখ করে জানানো হয় যে, এর প্রতিবাদে দিল্লি থেকে কলকাতা এবং ভোপাল থেকে হায়দরাবাদ পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande