
চিতোরগড়, ১৬ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের চিতোরগড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চারজন। গুরুতর আহত আরও এক শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, ভাদসোদা থানার অন্তর্গত নরধারীর কাছে উদয়পুর-চিতোরগড়ে ছয় লেনে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম রিঙ্কেশ (৪৬), সুহানি (৪৪), রজনী (৬০) এবং হিরানন্দ (৭৪)। আহত হয়েছে বৈভব (৮) ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ওই চারজন গাড়িতে আসছিলেন উদয়পুর থেকে চিতোরগড়ের দিকে । নরধারী গ্রামের কাছে গাড়ির সামনে হঠাৎ একটি গরু এসে যায় । গরুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়িটি রাস্তার ধারে থাকা একটি কনটেনারের সঙ্গে ধাক্কা খায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। সঙ্গে থাকা আহত শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক