
প্রয়াগরাজ, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজের মাঘ মেলা এলাকার সেক্টর-৫-এ একটি শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম মানস মিশ্র (৩৫)। তিনি উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের জেলাশাসক উমেশ মিশ্রের আত্মীয় বলে জানা গিয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সেক্টর-৫-এর একটি শিবিরে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে গুরুতরভাবে ঝলসে যান লীলাপুর গ্রামের বাসিন্দা মানস মিশ্র।
তাঁকে তড়িঘড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন। শুক্রবার সকালে ময়নাতদন্ত হওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য