
উত্তর ২৪ পরগনা, ১৬ জানুয়ারি (হি.স.): এসআইআর-এর শুনানিতে হয়রানির অভিযোগে শনিবার সন্দেশখালি ১ ব্লক অফিসের মূল গেট আটকে বিডিওকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, মাধ্যমিকের শংসাপত্র প্রমাণপত্র হিসেবে শুনানির সময়ে গ্রহণ করা হচ্ছে না। বিডিও সায়ন্তন সেন নিজেও শুনানির নোটিস পেয়েছেন এ দিন। প্রায় পৌনে দু'ঘন্টা বিক্ষোভ চলার পরে তিনি নিজের নোটিসের কাগজ দেখিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন ও নিয়ম মেনে শুনানি প্রক্রিয়া চালানোর কথা জানান। এর পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্য দিকে, এ দিন টাকি রোডে একাধিক বার শুনানিতে ডেকে হয়রানির অভিযোগে পথ অবরোধ হল। বিবিপুর বেগমপুর পঞ্চায়েতের ১৭ নম্বর বুথের বাসিন্দারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে অবরোধ শুরু করলে তীব্র যানজট হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ