তেলিয়ামুড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকায়
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৬ জানুয়ারি (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অধীন মহারানীপুর জারইলংবাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম অপু দেবনাথ (৫৩)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত
মৃতদেহ উদ্ধার


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৬ জানুয়ারি (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অধীন মহারানীপুর জারইলংবাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম অপু দেবনাথ (৫৩)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই শুক্রবার এলাকার কয়েকজন বাসিন্দা প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে ডাকাডাকি করলেও কোনও সাড়া না মেলায় সন্দেহ ঘনীভূত হয়। এরপরই স্থানীয়রা দ্রুত তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেন।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অপু দেবনাথকে উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছেন। পরিবার সূত্রে জানা গেছে, অপু দেবনাথ গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

অপ্রত্যাশিত এই ঘটনায় মহারানীপুর জারইলংবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হোক।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande