
বহরমপুর, ১৭ জানুয়ারি ( হি. স.) : বেলডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়া দুই সংবাদকর্মী, সোমা মাইতি ও রঞ্জিত মাহাতোর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সকালে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে যান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। গুরুতর জখম অবস্থায় বর্তমানে দু’জনেই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার বেলডাঙ্গায় অশান্ত পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে উন্মত্ত জনতার মুখে পড়েন একটি বেসরকারি নিউজ চ্যানেলের প্রতিনিধি সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়। মারধরের পাশাপাশি ভেঙে দেওয়া হয় ক্যামেরা ও অন্যান্য সংবাদ সংগ্রহের সরঞ্জাম। ঘটনার পর দ্রুত তাঁদের উদ্ধার করে বহরমপুরে হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার হাসপাতালে গিয়ে অধীর চৌধুরী আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। এরপর হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। অধীর চৌধুরী বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্য খবর পরিবেশন করতে গিয়েই যদি সাংবাদিকদের আক্রান্ত হতে হয়, তবে গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। পুলিশ প্রশাসন কেন সংবাদকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হল, সরকারকে জবাব দিতে হবে।”এই ঘটনার পর রাজ্যজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়