(আপডেট )অগ্নিগর্ভ বেলডাঙা : এবার যাত্রিবাহী বাসে হামলা ও পাথরবৃষ্টি, গ্রেফতার ৩০
বেলডাঙা, ১৭ জানুয়ারি (হি. স.) : শুক্রবারের পর শনিবারও রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙা। পরিযায়ী শ্রমিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চরম আকার ধারণ করল। রেললাইন ও জাতীয় সড়ক অবরোধের পর এবার বিক্ষোভকারীদের নিশানায় যাত্রিবাহী বাস। বাসে হামলার ঘটন
(আপডেট )অগ্নিগর্ভ বেলডাঙা : এবার যাত্রিবাহী বাসে হামলা ও পাথরবৃষ্টি, গ্রেফতার ৩০


বেলডাঙা, ১৭ জানুয়ারি (হি. স.) : শুক্রবারের পর শনিবারও রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙা। পরিযায়ী শ্রমিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চরম আকার ধারণ করল। রেললাইন ও জাতীয় সড়ক অবরোধের পর এবার বিক্ষোভকারীদের নিশানায় যাত্রিবাহী বাস। বাসে হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাফ নামানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিহারের ছাপরা এলাকায় আনিসুর শেখ নামে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে 'বাংলাদেশি' সন্দেহে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তাঁর বুকের হাড় ভেঙে যায়। এই খবর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। শনিবার সকালে আহত শ্রমিককে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে এসে অবরোধস্থলে শামিল করা হয়, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

এদিন মালদা থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রিবাহী বাস বেলডাঙার বড়ুয়া মোড় অতিক্রম করার সময় বিক্ষোভের মুখে পড়ে। অভিযোগ, উন্মত্ত জনতা বাসটি লক্ষ্য করে অনবরত পাথর ছুড়তে থাকে। বাসের সামনের কাচ ভেঙে যায় এবং পাথরের আঘাতে অন্তত ছয় জন যাত্রী জখম হন। প্রাণভয়ে চালক আসন ছেড়ে নেমে পড়েন এবং যাত্রীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করেন। আহতদের মধ্যে দুই যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিক্ষোভকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করে। ভাঙচুর করা হয় রেলের লেভেল ক্রসিং। এর ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় এবং জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরিস্থিতি আয়ত্তে আনতে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ ময়দানে নামে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে। রেললাইন ও রাস্তা থেকে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নৈরাজ্য সৃষ্টির অভিযোগে দুপুর পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকা থমথমে থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande