
মুর্শিদাবাদ, ১৭ জানুয়ারি (হি.স.): শুক্রবারের পরে শনিবারও উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। ফের জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। চলল দেদার বিক্ষোভ ও ভাঙচুর। এদিন বেলডাঙা স্টেশন লাগোয়া রেলগেটেও ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকালের পর শনিবারও উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। শুক্রবার রেল অবরোধের পাশাপাশি জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখানো হয়। শনিবারও অশান্ত হয়ে উঠল বেলডাঙা।
শনিবারও অবরোধ করা হয়েছে জতীয় সড়ক, অবরোধ রেল লাইনেও। শয়ে শয়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক আটকে ১২ নম্বর জাতীয় সড়কে। অবরুদ্ধ ট্রেণ চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরাট পুলিশ বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ