নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ, নন্দীগ্রাম–২ ব্লকে গণইস্তফা ৭০ বিএলও’র
নন্দীগ্রাম, ১৭ জানুয়ারি ( হি. স.) : নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া এসআইআর কাজ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে নন্দীগ্রাম দু’নম্বর ব্লকে গণইস্তফা দিলেন বিপুল সংখ্যক বুথ লেভেল অফিসার (বিএলও)। শনিবার নন্দীগ্রাম–২ ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কা
বিক্ষোভ


নন্দীগ্রাম, ১৭ জানুয়ারি ( হি. স.) : নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া এসআইআর কাজ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে নন্দীগ্রাম দু’নম্বর ব্লকে গণইস্তফা দিলেন বিপুল সংখ্যক বুথ লেভেল অফিসার (বিএলও)। শনিবার নন্দীগ্রাম–২ ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে লিখিতভাবে ইস্তফা জমা দেন মোট ১০৭ জন বিএলও’র মধ্যে ৭০ জন।বিএলওদের অভিযোগ, এসআইআর কাজ শুরুর সময় জানানো হয়েছিল ‘আনম্যাপড’ ভোটারদের ডেকে শুনানি ও তথ্য যাচাই করা হবে। কিন্তু সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে একের পর এক নতুন নির্দেশ আসে। কখনও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে বাবা-মায়ের নামের গরমিল দেখানো হচ্ছে, আবার কখনও কারও সন্তান সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাঠানো হচ্ছে। অথচ সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণ লিঙ্কেজ বা বিস্তারিত তথ্য বিএলওদের দেওয়া হচ্ছে না।এর ফলে এলাকায় গিয়ে কাজ করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে বিএলওদের। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ। বিএলওদের স্পষ্ট দাবি, হোয়াটসঅ্যাপের মৌখিক বা লিখিত বার্তা নয়, লিখিত সরকারি নির্দেশিকা ছাড়া তারা আর কোনও কাজ করবেন না।এই গণইস্তফার ফলে নন্দীগ্রাম–২ ব্লকে এসআইআর সংক্রান্ত কাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande