প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শনিবার গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বস
মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শনিবার গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।

​উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জ্যোতি বসু। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে তিনি সমকালীন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। ১৯৬৪ সালে সিপিআই(এম) প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি দলের পলিটব্যুরোর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

​ছাত্রজীবনে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়ে তিনি কমিউনিস্ট আদর্শে গভীরভাবে উদ্বুদ্ধ হন এবং ১৯৪০ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় তিনি কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে প্রথম নির্বাচিত হন। দেশভাগের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসেন তিনি। ড. বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রীত্বকালীন সময়ে জ্যোতি বসু পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছিলেন। রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং সুদীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করে গিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande