মাদুরাইয়ে জাল্লিকাট্টি অনুষ্ঠানে এম কে স্ট্যালিন, ষাঁড়কে বাগে আনলেই সরকারি চাকরি
মাদুরাই, ১৭ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শনিবার মাদুরাইয়ের আলঙ্গানাল্লুরে জাল্লিকাট্টু অনুষ্ঠানে যোগ দেন। তিনি এদিন ঘোষণা করেন, যে বেশি ষাঁড়কে বাগে আনতে পারবে তাঁকে সরকারি চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন ঘোষণা
মাদুরাইয়ে জাল্লিকাট্টি অনুষ্ঠানে এম কে স্ট্যালিন, ষাঁড়কে বাগে আনলেই সরকারি চাকরি


মাদুরাই, ১৭ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শনিবার মাদুরাইয়ের আলঙ্গানাল্লুরে জাল্লিকাট্টু অনুষ্ঠানে যোগ দেন। তিনি এদিন ঘোষণা করেন, যে বেশি ষাঁড়কে বাগে আনতে পারবে তাঁকে সরকারি চাকরি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী স্ট্যালিন ঘোষণা করেন, মাদুরাই এমন একটি ভূমি যেখানে বীরত্বের বিকাশ ঘটেছে। দ্রাবিড় প্রশাসনের অধীনে, আমরা মাদুরাইতে কালাইগনার শতবর্ষ গ্রন্থাগার এবং কালাইগনার শতবর্ষ জাল্লিকাট্টু এরিনা তৈরি করেছি। এটি একটি দুর্দান্ত প্রাপ্তি। ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু প্রতিযোগিতায়, যে ব্যক্তি সবচেয়ে বেশি ষাঁড়কে বাগে আনতে পারবে তাঁকে পশুপালন বিভাগে উপযুক্ত সরকারি চাকরি দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande