
সোনারপুর, ১৭ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। ভোররাতে সাড়ে তিনটে নাগাদ একটি গ্যাস লাইটার রিফিল করার দোকানে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই দোকানের আশপাশে ঘন জনবসতি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে আসে সোনারপুর থানা পুলিশ ও দমকল। দমকল ও স্থানীয়দের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডে দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ