
বাগডোগরা, ১৭ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্র অর্জুন রাম মেঘওয়াল। শনিবার সকালে বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের জন্য জলপাইগুড়িতে এসেছি, কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি, তা হল এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়।
মহারাষ্ট্রে পুরভোট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, মহারাষ্ট্রে অনুষ্ঠিত পুর নির্বাচন এবং গতকালের ফলাফল প্রমাণ করে যে মহারাষ্ট্রের মানুষ উন্নয়ন এবং সুশাসনকে বেছে নিয়েছে। মেঘওয়াল বলেন, উন্নয়ন ও সুশাসনের প্রতি বিজেপির মনোনিবেশ ভোটারদের মনে প্রতিধ্বনিত হয়েছে। দলকে নির্বাচিত করে জনগণ অগ্রগতি এবং কার্যকর প্রশাসনকে সমর্থন করেছেন। বিএমসি-তে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে, এটি মুম্বইয়ের উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ