বালুরঘাট পুরসভার নতুন চেয়ারম্যান সুরজিৎ, ডেপুটি পদে মুনমুন
বালুরঘাট, ১৭ জানুয়ারি (হি.স.): বালুরঘাট পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিনের কর্মী সুরজিৎ সাহাকে বেছে নিল তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের শাসকদলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এরপরে পুরসভার নতুন চেয়ারম্যান হ
বালুরঘাট পুরসভার নতুন চেয়ারম্যান সুরজিৎ, ডেপুটি পদে মুনমুন


বালুরঘাট, ১৭ জানুয়ারি (হি.স.): বালুরঘাট পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিনের কর্মী সুরজিৎ সাহাকে বেছে নিল তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের শাসকদলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এরপরে পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে সুরজিৎ সাহার নাম ঘোষণা করেন তিনি। অন্যদিকে, ভাইস চেয়ারপার্সন হলেন মুনমুন কর।

প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র বালুরঘাট পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার পর থেকে তাঁর উত্তরসূরী নিয়ে জল্পনা চলছিল। চেয়ারম্যানের কুর্সির দৌড়ে একাধিক নাম সামনে আসছিল। তাঁদের মধ্যে সুরজিৎ সাহাকে এগিয়ে রেখেছিলেন অনেকে। সেই অনুমান শেষ পর্যন্ত সত্যি হল। স্থানীয় রাজনীতির অন্যতম জনপ্রিয় মুখ সুরজিৎ। বর্তমানে তিনি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। এছাড়া টাউন তৃণমূলের সহ সভাপতি পদেও আছেন।

অন্যদিকে, ২ বছর ৯ মাস ফাঁকা পড়ে ছিল পুরসভার ভাইস চেয়ারম্যান পদ। ডেপুটি চেয়ারম্যান পদের দৌড়ে অন্যদের পিছনে ফেলে দিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন। তিনি বালুরঘাটের একটি স্কুলের শিক্ষিকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande