
কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): মুর্শিদাবাদে কর্মরত সাংবাদিক-আলোকচিত্রী নিগ্রহে প্রতিবাদ জানাল ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অব জার্নালিস্টস (ডব্লুবিইউজে)। শুক্রবার রাতে সংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে লেখা হয়েছে, “মুর্শিদাবাদের বেলডাঙায় সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে পুলিশের সামনেই সাংবাদিক সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো দুর্বৃত্তদের নৃশংস আক্রমণে প্রচণ্ড ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অব জার্নালিস্টস। প্রশাসনের কাছে দাবি, দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সংবাদ মাধ্যমকে বারবার কেন এই ধরনের নিগ্ৰহের শিকার হতে হবে এই প্রশ্নও প্রশাসনের কাছে রইল।” সংগঠনের সভাপতি প্রজ্ঞানন্দ চৌধুরী এবং সাধারণ সম্পাদক দীপক রায়ের তরফে জারি করা হয়েছে এই বিবৃতি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত