পরিষ্কারের অভাবে সংকটে ভগহর ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য
বরাবাঁকি, ১৭ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার রামনগর তহসিলের ঐতিহাসিক ভগহর ঝিল বর্তমানে সংকটের মুখে। প্রায় একশো বিঘা বিস্তৃত এই জলাশয়ের বড় অংশ জলকুম্ভীতে ঢেকে যাওয়ায় জলস্বচ্ছতা, পরিবেশ ভারসাম্য ও পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে ক্
পরিষ্কারের অভাবে সংকটে ভগহর ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য


বরাবাঁকি, ১৭ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার রামনগর তহসিলের ঐতিহাসিক ভগহর ঝিল বর্তমানে সংকটের মুখে। প্রায় একশো বিঘা বিস্তৃত এই জলাশয়ের বড় অংশ জলকুম্ভীতে ঢেকে যাওয়ায় জলস্বচ্ছতা, পরিবেশ ভারসাম্য ও পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ঝিলের অন্তত বারো একর অংশ পরিষ্কার করা গেলে নৌকা ও স্টিমার পরিষেবা চালু করে পর্যটন বিকাশ সম্ভব। কিন্তু জলকুম্ভীর ঘন বিস্তারের কারণে সৌন্দর্যায়ন ও পর্যটন সংক্রান্ত কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে।

ভগহর ঝিল বন দফতরের অধীন এবং প্রতি শীত মৌসুমে এখানে বিদেশি পরিযায়ী পাখির আগমন ঘটে। তবে জলাশয়ের খোলা জলভাগ কমে যাওয়ায় পাখির আনাগোনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

শনিবার বন দফতরের রেঞ্জার পি.কে. সিং জানান, জলকুম্ভী পরিষ্কার করা বড় পরিসরের কাজ এবং বর্তমানে পর্যাপ্ত বাজেটের অভাবে তা সম্ভব হচ্ছে না। পূর্বে জলকুম্ভী থেকে সার তৈরির বিষয়ে আলোচনা হলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিলে ভগহর ঝিল আবারও তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পেতে পারে এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande