
কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): মহানগরী কলকাতায় শনিবার সামান্য বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। তবুও, এখনও স্বাভাবিকের নীচেই রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্রই ফের তাপমাত্রা বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়তে পারে।
আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, সরস্বতী পুজোর দিন দিনের বেলায় সামান্য গরমের ছোঁয়া থাকবে। তবে, সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। কলকাতা সংলগ্ন জেলায় দিনে উষ্ণতা একটু বেশি হবে। জেলায় জেলায় শীতের আমেজ তুলনায় বেশি অনুভূত হবে। খুব সকালে হালকা কুয়াশাও থাকবে। সোমবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দুই-তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ