
কালিয়াবরে (অসম), ১৭ জানুয়ারি (হি.স.) : নগাঁও জেলার অন্তৰ্গত কালিয়াবরে বুনো হাতির উপদ্রব ফের আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় একাধিকবার লোকালয়ে একটি বুনো হাতি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যারাতে একটি বুনো হাতি কালিয়াবর এলাকায় তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। মধ্যথারি গ্রামের বাসিন্দা জনৈক বুবুল বরুয়ার ধানের গোলা ভেঙে তছনছ করে দিয়েছে। সাবাড় করেছে গোলার ধান। এছাড়া পোরাভাটিতে জনৈক ভুবনেশ্বর গোস্বামীর পাকা সীমানা প্রাচীরও ধ্বংস করেছে হাতিটি। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে রাতে। হাতিটি আপার চাটিয়াল এলাকায় ঢুকে একাধিক বাড়িঘরে ভাঙচুর চালায়। হাতিটির এলোপাতাড়ি গতিবিধিতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বহু পরিবার নিরাপত্তার সন্ধানে এদিক-ওদিক ছুটে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
স্থনীয়দের ধারণা, হাতিটি কামাখ্যা পাহাড় থেকে পথভ্রষ্ট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। এদিকে গ্রামবাসীদের কাছে খবর পেয়ে স্থানীয় বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তাঁর হাতিটিকে বনাঞ্চলে ফেরত পাঠাতে যারপকরনাই চেষ্টা করছেন, কিন্তু সম্ভব হচ্ছে না।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস