
মুর্শিদাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.): ফের জার ভর্তি বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। রবিবার সকালে হরিহরপাড়ার কাশিমনগর এলাকায় রাস্তার ধারে একটি ঝোপের আড়ালে একটি প্লাস্টিকের জার দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ নিশ্চিত হয় ওই জারে বোমা রয়েছে। খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে। এ দিন দুপুরে বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মীরা ওই জার খুলে দেখতে পান সেখানে ১৩টি সকেট বোমা রয়েছে। এ দিন ওই বোমা নিষ্ক্রিয় করেছেন তাঁরা।
উল্লেখ্য, শনিবার হরিহরপাড়ার ভবানীপুর গ্রামের মাঠ থেকে উদ্ধার হয়েছিল জার ভর্তি বোমা। রবিবার সকালে ওই বোমাও নিষ্ক্রিয় করা হয়েছে। ওই জার থেকে ন'টি সকেট বোমা উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মীরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ