লাক্ষাদ্বীপে নৌসেনার স্বাস্থ্য শিবির সফলভাবে সমাপ্ত
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): লাক্ষাদ্বীপে নৌসেনার স্বাস্থ্য শিবির সফলভাবে সমাপ্ত হল। লাক্ষাদ্বীপে ভারতীয় নৌসেনার পক্ষ গত ১২ জানুয়ারি থেকে শুরু হয় এই স্বাস্থ্য শিবির। যা শেষ হয় ১৬ জানুয়ারি। এই কয়েকদিনে লাক্ষাদ্বীপের দ্বীপপুঞ্জ জুড়ে পাঁচ দিনের
লাক্ষাদ্বীপে নৌসেনার মেডিক্যাল শিবির সফলভাবে সমাপ্ত


নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): লাক্ষাদ্বীপে নৌসেনার স্বাস্থ্য শিবির সফলভাবে সমাপ্ত হল। লাক্ষাদ্বীপে ভারতীয় নৌসেনার পক্ষ গত ১২ জানুয়ারি থেকে শুরু হয় এই স্বাস্থ্য শিবির। যা শেষ হয় ১৬ জানুয়ারি। এই কয়েকদিনে লাক্ষাদ্বীপের দ্বীপপুঞ্জ জুড়ে পাঁচ দিনের জয়েন্ট সার্ভিসেস মাল্টি-স্পেশালিটি মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়। কাভারাত্তি, আগাত্তি, আমিনি, অ্যান্ড্রোথ এবং মিনিকয় দ্বীপপুঞ্জে এই ক্যাম্পটি পরিচালিত হয়েছিল।

৪,৭১৯ জন রোগী বিশেষজ্ঞ এবং অতি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেছেন। ভারতীয় নৌবাহিনী আগাত্তি এবং আমিনির স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে দুটি ইসিজি মেশিন প্রদান করেছে। ব্যাপক তথ্য, শিক্ষা এবং যোগাযোগ (আইইসি) কার্যক্রমও পরিচালিত হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande