
শ্রীনগর, ১৮ জানুয়ারি (হি.স.) : কাশ্মীর উপত্যকায় ফের তীব্র শীতের দাপট। রবিবার ভোরে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাইনাস ৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। উপত্যকার সবচেয়ে ঠান্ডা এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে মধ্য কাশ্মীরের সোনমার্গে তাপমাত্রা নেমেছে মাইনাস ৮.৯ ডিগ্রিতে।
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে মাইনাস ৬.৭ ডিগ্রি এবং পাহেলগামে মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর কাশ্মীরের গুলমার্গে পারদ নেমেছে মাইনাস ৫.৬ ডিগ্রিতে, যা শনিবার রাতের তুলনায় আরও কম।
কাশ্মীর উপত্যকার প্রবেশদ্বার শহর কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কোকেরনাগে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, ধারাবাহিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন উপত্যকার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ২১ জানুয়ারি উঁচু পাহাড়ি অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ জানুয়ারির মধ্যে পির পাঞ্জাল রেঞ্জ, চন্দ্রভাগা উপত্যকা ও দক্ষিণ কাশ্মীরের কিছু এলাকায় ভারী তুষারপাতের আশঙ্কাও করা হয়েছে।
উল্লেখ্য, এই মুহূর্তে কাশ্মীর রয়েছে বছরের সবচেয়ে কঠোর শীতকালীন পর্ব ‘চিল্লা-ই-কালান’-এর মাঝপথে। ২১ ডিসেম্বর শুরু হওয়া এই সময়কাল চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত, যখন রাতের তাপমাত্রা নিয়মিতভাবেই শূন্যের অনেক নিচে নেমে যায় এবং তুষারপাতের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য