বিশালগড়ে পুলিশের বিশেষ অভিযানে বিপুল অবৈধ সামগ্রী উদ্ধার
বিশালগড় (ত্রিপুরা), ১৮ জানুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাচার সামগ্রী, মোবাইল ফোনের ডিসপ্লে ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযানে কমলাসাগর লেম্
ত্রিপুরা পুলিশ


বিশালগড় (ত্রিপুরা), ১৮ জানুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাচার সামগ্রী, মোবাইল ফোনের ডিসপ্লে ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযানে কমলাসাগর লেম্বুতলি হাজারী চৌমুহনী এলাকার বাসিন্দা অজিত বনিক ওরফে বুড়ু বনিকের বাড়ি থেকে প্রচুর পরিমাণ অবৈধ কাপড় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুধু বাড়ির ভেতর থেকেই নয়, বাড়ির সংলগ্ন একটি রাবার বাগান থেকেও বিপুল পরিমাণ অবৈধ কাপড় ও মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযানের সময় বুড়ু বনিকের বাড়ির পেছনে গোপনে গড়ে তোলা একটি গাঁজা বাগানের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ সেই গাঁজা বাগান সম্পূর্ণভাবে ধ্বংস করে।

এই বিশেষ অভিযান পরিচালনার জন্য বোম স্কোয়াড, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিমকে সঙ্গে নিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, এসডিপিও বিকাশ সিন্ধিয়া এবং বিশালগড় থানার ওসি বিজয় দাস।

উদ্ধার হওয়া সমস্ত অবৈধ সামগ্রী জব্দ করে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযান চলাকালীন বাড়ির সকল সদস্য পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে পুলিশ তল্লাশি ও তদন্ত জোরদার করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande