
কামরূপ (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত বাইহাটা চারিআলিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনৈক স্কুটার আরোহীর মৃত্যু হয়েছে। নিহত স্কুটার আরোহীকে দরং জেলার আউলাচৌকার দীপঙ্কর শহরিয়া বলে শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি গতকাল রবিবার রাতে বাইহাটা চারিআলির ৩১ নম্বর জাতীয় সড়কের উড়াল সেতুর ওপর সংঘটিত হয়েছে। সূত্রটি জানিয়েছে, ডব্লিউবি ০৫ এ ৩০৩৬ নম্বরের দাঁড়ানো একটি কন্টেইনার (পণ্যবাহী লরি)-এর সঙ্গে দীপঙ্কর শহরিয়ার এএস ১৩ ইউ ৩১৪৬ নম্বরের স্কুটারের ধাক্কা লাগায় দুর্ঘটনাটি ঘটেছে। প্ৰচণ্ড সংঘৰ্ষে ঘটনাস্থলেই স্কুটার আরোহীর মৃত্যু হয়েছে।
পুলিশের সূত্রটি জানিয়েছে, স্কুটার চড়ে গুয়াহাটির দিক থেকে রঙিয়ার দিকে যাচ্ছিলেন দরঙের দীপঙ্কর শহরিয়া।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস