বেলডাঙায় পুলিশের চিরুনি তল্লাশি, ভিডিও দেখে চিহ্নিত আরও এক অভিযুক্ত গ্রেফতার
বেলডাঙা, ১৯ জানুয়ারি (হি. স.): গত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতির পর মুর্শিদাবাদের বেলডাঙায় শান্তি ও শৃঙ্খলা ফেরাতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। রবিবার রাতে বেলডাঙা থানার বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফত
গ্রেফতার


বেলডাঙা, ১৯ জানুয়ারি (হি. স.): গত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতির পর মুর্শিদাবাদের বেলডাঙায় শান্তি ও শৃঙ্খলা ফেরাতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। রবিবার রাতে বেলডাঙা থানার বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম ফজলুর রহমান, তাঁর বাড়ি বেলডাঙার মাধ্যমপুর নতুনপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার (রিমান্ড) আবেদন জানানো হবে।

​পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ক্লিপ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশের দাবি, এমনই এক ভিডিওতে ফজলুর রহমানকে সক্রিয়ভাবে ভাঙচুর চালাতে ও পাথর ছুঁড়তে দেখা গিয়েছে। সেই প্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

​বর্তমানে নতুন করে অশান্তি এড়াতে বেলডাঙার অলিগলিতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় নিয়মিত রুট মার্চ চালানো হচ্ছে। পাশাপাশি, উসকানিমূলক পোস্ট রুখতে সোশ্যাল মিডিয়ার ওপরও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রকৃত দোষীদের চিহ্নিত না করা পর্যন্ত এই চিরুনি তল্লাশি জারি থাকবে।

​অন্যদিকে, বেলডাঙার ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। সামশেরগঞ্জের মতো বেলডাঙাতেও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ চাওয়া হয়েছে মামলায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande