
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.): সাতসকালে খাস কলকাতার বেহালায় এক প্রবীণাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের এক ফ্ল্যাট থেকে অনিতা ঘোষ নামে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে খুন করা হয়েছে। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে।
মৃতা অনিতা ঘোষ ওই ফ্ল্যাটে তাঁর অসুস্থ ও শয্যাশায়ী স্বামীর সঙ্গে থাকতেন। তাঁর স্বামী একজন প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং বর্তমানে ডিমেনশিয়ায় আক্রান্ত। সোমবার সকালে বাড়ির রাঁধুনি কাজ করতে এসে অনিতা দেবীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা।
স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ওই প্রবীণ দম্পতিকে দেখাশোনার জন্য বাড়িতে আয়া ও রাঁধুনি নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ আয়া ও রাঁধুনি-সহ মোট তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গিয়েছে, অনিতা দেবীর ছেলে কাছাকাছি একটি অন্য ফ্ল্যাটে সপরিবার আলাদা থাকেন।
পরিবারের সদস্যদের সন্দেহ, বাড়িতে থাকা বড় অঙ্কের নগদ টাকার লোভেই এই খুন হয়ে থাকতে পারে। মৃতার স্বামী অসুস্থ থাকায় বাড়িতে প্রায় লক্ষাধিক টাকা রাখা থাকত বলে অনুমান। উল্লেখ্য, অনিতা ঘোষ একজন সঙ্গীতশিল্পী ছিলেন । শুধুমাত্র লুঠের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড, না কি এর পিছনে কোনও পারিবারিক শত্রুতা বা পরিচিত কেউ জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়