গোয়ালপাড়ার রংজুলিতে চলন্ত বাসে চিকিৎসকের মৃত্যু
গোয়ালপাড়া (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত রংজুলিতে একটি চলন্ত যাত্রীবাহী বাসে জনৈক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আকস্মিকভাবে নিহতকে জেলার আগিয়া হাসপাতালের চিকিৎসক তথা কামরূপ জেলার হাজো এলাকার বাসিন্দা ডা. রণ্টুমণি কাকতি বলে পরি
নিহত_প্রতিনিধিত্বমূলক ছবি


গোয়ালপাড়া (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত রংজুলিতে একটি চলন্ত যাত্রীবাহী বাসে জনৈক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আকস্মিকভাবে নিহতকে জেলার আগিয়া হাসপাতালের চিকিৎসক তথা কামরূপ জেলার হাজো এলাকার বাসিন্দা ডা. রণ্টুমণি কাকতি বলে পরিচয় পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ডা. রণ্টুমণি কাকতি নামের ওই চিকিৎসক হাজোতে তাঁর বাড়ি থেকে কর্মস্থল গোয়ালপাড়া জেলার আগিয়া হাসপাতালের উদ্দেশে ধুবড়িগামী যাত্ৰীবাহী এএস ০১ আরসি ৮৮৩৯ নম্বরের বাসে চড়েছিলেন। যথাসময়ে বাসটি যাত্রা শুরু করে। কিন্তু রংজুলির নিকটবর্তী ধনুভাঙা এলাকায় আচমকা তিনি তাঁর আসন থেকে পাশের যাত্রীর ওপর ঢলে পড়েন।

সঙ্গে সঙ্গে বাসের গতিরোধ করে তাঁকে নিয়ে যাওয়া হয় রংজুলি হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তাররা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

ইতিমধ্যে রংজুলি থানার পুলিশ হাসপাতালে গিয়ে এবং বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande