কল্যাণী মহকুমা শাসকের দফতরের বাইরে ফের উত্তেজনা, বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ
কল্যাণী, ১৯ জানুয়ারি (হি. স.): ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সংক্রান্ত ''ফর্ম ৭'' জমা দেওয়াকে কেন্দ্র করে কল্যাণী মহকুমা শাসকের দফতরে সোমবারও চরম রাজনৈতিক উত্তেজনা বজায় থাকল। এদিন মহকুমা শাসকের অফিসের বাইরে বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে ধ
বিজেপি টিএমসি দ্বন্দ্ব


কল্যাণী, ১৯ জানুয়ারি (হি. স.): ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সংক্রান্ত 'ফর্ম ৭' জমা দেওয়াকে কেন্দ্র করে কল্যাণী মহকুমা শাসকের দফতরে সোমবারও চরম রাজনৈতিক উত্তেজনা বজায় থাকল। এদিন মহকুমা শাসকের অফিসের বাইরে বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। এই ঘটনায় দফতর চত্বরে ব্যাপক শোরগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে 'অবৈধ' ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন বা ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে এই সংঘাতের সূত্রপাত। বিজেপির অভিযোগ, দলের পক্ষ থেকে এই ফর্ম জমা দিতে এলে প্রশাসনিক কাজে তৃণমূলের তরফে বারবার বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি— বিধায়ক অম্বিকা রায় একা এবং শুধুমাত্র একজন নিরাপত্তারক্ষী নিয়েই দফতরে প্রবেশ করতে পারবেন। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, কোনও ধরনের ফাইল বা বড় মাপের কাগজপত্র সঙ্গে নিয়ে বিধায়ককে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।​তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করে সাধারণ প্রশাসনিক কাজ ব্যাহত করার চেষ্টা করছে। পাল্টা বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাঁরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনেই ভোটার তালিকা সংশোধনের ফর্ম জমা দিতে এসেছেন।​পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া রুখতে মহকুমা শাসকের দফতরের বাইরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। দিনভর রাজনৈতিক বাদানুবাদে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট জেলা পুলিশ ও প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande