
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি স): এসআইআর-এর শুনানিকেন্দ্রে বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের ঢোকা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। সোমবার তার আপাত-অবসান হল।
সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটদাতা চাইলে যে কোনও একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি বিএলএ হন, তাতেও আপত্তির কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএ-রা। সংশ্লিষ্ট ব্যক্তিকে স্বাক্ষর অথবা টিপসই দিয়ে লিখিত আবেদন করতে হবে। সেটি থাকলে, প্রয়োজনে বিএলএ কোনও ভোটদাতার হয়ে হাজির হতে পারবেন শুনানিতে।
এসআইআর-এ এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েন। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।
সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরই তৃণমূলের তরফে জানানো হয়, এটি তাঁদের বড় জয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাব।” তবে এই রায়কে তৃণমূলের নৈতিক জয় হিসেবে মানতে নারাজ বিজেপি।
প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী কাজ হচ্ছে। কারণ, সেবছরই শেষ ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ হয়েছিল। ছাব্বিশের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে ফের সেই কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত