
উত্তর ২৪ পরগনা, ১৯ জানুয়ারি (হি.স.): মহকুমা শাসকের দফতরে জমা পড়া ফর্ম ৭ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সোমবার সকালে বনগাঁ মহকুমা শাসকের দফতরে থাকা নির্বাচন কমিশনের বিভাগে ফর্ম ৭ জমা দিয়েছিলেন। সেই ফর্ম জমা নেওয়ার কাজও শুরু হয়েছিল। অভিযোগ, ওই সময় দলীয় পতাকা ছাড়া তৃণমূলের লোকজন মহকুমা শাসকের দফতরের সামনে জড়ো হন। এক তৃণমূল নেতা অফিসে ঢুকে টেবিলে থাকা ফর্ম ৭ ছিনিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসেন বলে অভিযোগ। ফর্ম ৭ ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। তৃণমূলের লোকজন বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ