‘আধুনিক ত্রিপুরা’র পথে বিদ্যুৎই মূল ভিত্তি, টিপিটিএল-এর বর্ষপূর্তিতে দাবি মন্ত্রী রতনলালের
আগরতলা, ১৯ জানুয়ারি (হি.স.) : প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নিজস্ব এন্থেম এবং ২০২৬ সালের বার্ষিক রিভিউ ক্যালেন্ডার প্রকাশ করল ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (টিপিটিএল)। এই উপলক্ষ্যে সংস্থার প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন
বক্তব্য রাখেন মন্ত্রী রতন লাল নাথ


আগরতলা, ১৯ জানুয়ারি (হি.স.) : প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নিজস্ব এন্থেম এবং ২০২৬ সালের বার্ষিক রিভিউ ক্যালেন্ডার প্রকাশ করল ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (টিপিটিএল)। এই উপলক্ষ্যে সংস্থার প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।

সোমবার টিপিটিএল-এর তিন বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানী আগরতলায় ৭৯ টিলাস্থিত উর্জা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, টিপিটিএল-এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, বিদ্যুৎ দফতরের রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হেমন্ত ভর্মা সহ অন্যান্য আধিকারিকরা। চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী।

এই উপলক্ষ্যে টিপিটিএল-এর ২০২৬ সালের বার্ষিক রিভিউ ক্যালেন্ডার উন্মোচন করা হয়। পাশাপাশি সংস্থার নিজস্ব এন্থেমও চালু করা হয়, যা রাজ্যের অন্যান্য দফতরের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, এই রিভিউ ক্যালেন্ডারে স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি চলতি বছরে কোন মাসে কোন কাজ সম্পন্ন করা হবে তার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন, ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ কিংবা ‘আধুনিক ত্রিপুরা’ গড়ে তুলতে হলে প্রথম ও প্রধান শর্ত হল উন্নত বিদ্যুৎ পরিকাঠামো। এই ক্ষেত্রে টিপিটিএল উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তথ্য তুলে ধরে তিনি জানান, ২০১৮ সালের আগে রাজ্যে ১৩২ কেভি সাব-স্টেশনের সংখ্যা ছিল ১২টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২১টিতে। একইভাবে ১৩২ কেভি লাইনের দৈর্ঘ্য ৪৮৫ সার্কিট কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৯৮৬ সার্কিট কিলোমিটার, আরও ১২০ সার্কিট কিলোমিটার লাইনের কাজ চলছে। এছাড়াও ২০১৮ সালের আগে ৩৩ কেভি সাব-স্টেশনের সংখ্যা ছিল ৪৪টি, বর্তমানে তা বেড়ে হয়েছে ৭৫টি এবং আরও ১৮টি সাব-স্টেশন স্থাপনের কাজ চলছে।

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে টিপিটিএল-এর উদ্যোগে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরগুলির উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত অতিথিরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande