
মুম্বই, ২ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার জাতীয় সড়কে মালিওয়াড়া টোল প্লাজার কাছে শুক্রবার সকালে একটি বেসরকারি বাস ও ট্রাকের সংঘর্ষে বাসে আগুন লাগে। ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে বাসে থাকা আরও ২৯ জন যাত্রী, চালক ও কন্ডাক্টর প্রাণে রক্ষা পেয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘সাইরাম ট্রাভেলস’-এর বাসটি মুম্বইয়ের দিকে যাচ্ছিল। সেই সময় সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসে মোট ৩২ জন ছিলেন—২৯ জন যাত্রী, ২ জন চালক ও ১ জন কন্ডাক্টর। দুর্ঘটনায় মৃত যাত্রীকে অমোল সুরেশ শেলকার (৩৮) বলে শনাক্ত করা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য